মুগ্ধতার নাম জয়া আহসান




মুগ্ধতার নাম জয়া আহসান। রূপ আর গুণে বিভোর রেখেছেন দর্শকদের . মোগল আমলের গয়না শরীরে জড়িয়ে চোখ পোড়ানো সৌন্দর্য মেলে ধরলেন। দূরের কোনো টানে যেন হারিয়ে যেতে চান। রূপের জোছনা ছড়িয়ে দিতে চান সবকিছু ছাপিয়ে চোখের মধ্যে কী এক অচেনা ঘোর নিয়ে অপেক্ষায় রয়েছেন স্বপ্নের মানুষের। হয়তো খুব কাছেই রয়েছে তিনি।


 চলে আসবেন একটু পরেই, পরম মমতায় ছুঁয়ে দেবেন। ন হয়ে যাওয়া দৃষ্টিতে কবিতা লিখে যায় কেউ একজন। হয়তো বলছে সে, আমিই তো কবিতা, লেখো আমাকে শব্দে, বাক্যে, উপমার যত কল্পনা মিশিয়ে। ছবি: শাহরিয়ার কবির হিমেল। দিন-রাত একাকার করে বসে থাকি তার আশায় আশায়। কত দীর্ঘ রজনী তার অপেক্ষায় যায়।


আমার সব সুন্দর মেলে ধরেছি তোমার কাছে। একবার চোখ রাখো গভীর করে। আমার শরীরের তাবৎ জোছনায় তুমি পূর্ণিমা হয়ে আসো। ভাসিয়ে নিয়ে চলো অনেক দূরে...।

Post a Comment

0 Comments