ধোনি অযথা ক্যারিয়ার লম্বা করছে শোয়েব আখতার


ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার বলেছেন, বিশ্বকাপের পরই মহেন্দ্র সিং ধোনির অবসর নেয়া উচিত ছিল। সে অযথা ক্যারিয়ার লম্বা করছে।


ইসলামাবাদে পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এ তারকা পেসার বলেন, ধোনি ক্রিকেটার হিসেবে ওর সেরাটা দিয়ে দিয়েছে। এবার সম্মানের সঙ্গে ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় হয়েছে। আমি জানি না সে কেন ক্যারিয়ার লম্বা করছে। বিশ্বকাপের পরেই ধোনির অবসর নিয়ে নেওয়া উচিত ছিল।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এ তারকা ক্রিকেটার আরও বলেন, আমি যদি ধোনির জায়গায় থাকতাম তাহলে আরও আগেই অবসরের ঘোষণা দিতাম। আমি অবসরের আগে আরও দুই-তিন বছর সীমিত ওভারের ক্রিকেট খেলতে পারতাম। কিন্তু যেহেতু আমি শতভাগ দিতে পারছিলাম না তাই ২০১১ সালের বিশ্বকাপের পরই অবসরে চলে যাই।
শোয়েব আখতার আরও বলেন, ধোনি ক্রিকেট ক্যারিয়ারে অসাধারণ খেলেছে। অধিনায়ক হিসেবেও সে সফল। ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছে। ধোনিকে প্রাপ্য সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বিদায় জানানো ভারতের কর্তব্য।

Post a Comment

0 Comments