যুব দলের তামিমের ঝড়ো সেঞ্চুরি জিম্বাবুয়ের বিপক্ষে


৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বিসিবি একাদশ। মোহাম্মদ নাঈম শেখ-পারভেজ হোসেন ইমান-আকবর আলিরা ততক্ষণে ফিরে গেছেন সাজঘরে। সেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তানজিদ হাসান তামিম করছেন ঝড়ো ব্যাটিং। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে জিম্বাবুয়ের বোলারদের পাল্টা জবাব দিচ্ছেন তিনি। বাঁহাতি আগ্রাসী ব্যাটসম্যান তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাতে ঘুরে দাঁড়িয়েছে বিসিবি একাদশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তামিম। মাত্র ৮৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় তিনি স্পর্শ করেছেন তিন অঙ্ক।
এমনিতে টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন ১৯ বছর বয়সী তামিম। দক্ষিণ আফ্রিকার মাটিতে সবশেষ যুব বিশ্বকাপে তিনি খেলেছেন ওপেনার হিসেবে। কিন্তু প্রস্তুতি ম্যাচে তাকে নামতে হলো সাত নম্বরে। ব্যাটিং অর্ডারে বদল হলেও তামিমের ব্যাটিংয়ের ঢঙের কোনো পরিবর্তন হয়নি। স্বভাবসুলভ আগ্রাসী মেজাজে খেলছেন তিনি। তাতে শুরুর চাপ ঠেলে সরিয়ে এগিয়ে যাচ্ছে বিসিবি একাদশ।
প্রথম সেশনের শেষদিকে ব্যাটিংয়ে নামা তামিম হাফসেঞ্চুরি তুলে নেন মাত্র ৪০ বলে। চা বিরতির আগে তিনি অপরাজিত থাকেন ৮১ বলে ৮৯ রানে। এরপর তৃতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরির দেখা পেয়ে যান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯৩ বলে ১১২ রানে অপরাজিত আছেন তামিম। বিসিবি একাদশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৬৯ রান। তামিমের সঙ্গী অধিনায়ক আল-আমিন জুনিয়র সেঞ্চুরির সুবাস নিয়ে খেলছেন ৯৪ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ২০০ রান।
আগের দিন ৭ উইকেটে ২৯১ রান তোলা জিম্বাবুয়ে এদিন আর ব্যাটিংয়ে নামেনি। ওই রানেই ইনিংস ঘোষণা করেছে তারা।

Post a Comment

0 Comments