ওয়ানডে দলে এত অদল-বদল নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা


সর্বশেষ খেলা ওয়ানডের দল থেকে সাতজনের না থাকা, পাঁচজনের ফেরা আর দুই নতুন মুখ মিলিয়ে বাংলাদেশ ওয়ানডে দলে যেন অদল বদলের হাট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নানান কারণে এসব অদল বদল করতেই হতো বলে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
রোববার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ হতেই ওয়ানডে দল জানিয়ে দেয় বিসিবি। প্রথম দুই ওয়ানডের জন্য দেওয়া এই দলে অধিনায়ক মাশরাফিসহ ফিরেছেন পাঁচজন। চোটের কারণে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দল থেকে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন মাশরাফি। এবার অবসর বিতর্কের মাঝে অনুমিতভাবেই ফেরেন তিনি।
শ্রীলঙ্কা সফরের দল থাকাদের মধ্যে এবার নেই সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। তবে এদের না থাকার কারণ ভিন্ন ভিন্ন। বিয়ের কারণে ছুটিতে থাকায় সর্বশেষ ওয়ানডেতে ফিফটি করা সৌম্য নেই প্রথম দুই ম্যাচে। মোসাদ্দেক হোসেন বিপিএলের সময় চোট পেয়ে এখনো আছেন খেলার বাইরে।
তাসকিন শ্রীলঙ্কায় দলে থাকলেও খেলার সুযোগ পাননি। এবার টেস্ট দলে থাকলেও বিবেচনা করা হয়নি সাদা বলে। বিজয়, সাব্বির আর ফরহাদ রেজাকে পারফরম্যান্সের কারণেই বাদ দেওয়া হয়েছে, প্রধান  নির্বাচক তাই জানান এতগুলো বদল এসেছে যৌক্তিক কারণে,  'নানা কারণে বেশ কয়েকজন ক্রিকেটার না থাকায় ওয়ানডে দলে আমাদের কিছু অদল বদল করতেই হতো। আমি তারপরও আনন্দিত যে ফিট আর ছন্দে থাকা খেলোয়াড়দের পেয়েছি।'
২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে তিন ম্যাচ খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচে মোটে ২০ রান করায় বাদ পড়েন তিনি। এবার ওয়ানডে দলে তাকে ফেরানোর কারণ টেস্ট ও ঘরোয়া ক্রিকেটে তার ফর্ম, 'ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে শান্তর সাম্প্রতিক ফর্মই তাকে দলে নিয়ে এসেছে।’
ঘোষিত দলে একেবারেই আনকোরা দুজন। অলরাউন্ডার আফিফ হোসেন ও ওপেনার নাঈম শেখ টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম এলেন ওয়ানডে দলে। মিনহাজুল জানান এই দুজন সাদা বলে তাদের লম্বা রেসের ঘোড়া, ‘নাঈম ও আফিফ সাদা বলে আমাদের দীর্ঘ মেয়াদের পরিকল্পনায় আছে।'

Post a Comment

0 Comments