বাংলাদেশ ও মিয়ানমারের বিরোধ স্বামী-স্ত্রীর ঝগড়ার মতো: চীনা রাষ্ট্রদূত



রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান বিরোধকে স্বামী-স্ত্রীর ঝগড়ার সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিরোধ অনেকটা স্বামী-স্ত্রীর ঝগড়ার মতো। আর কোনও দম্পতি যদি তৃতীয় পক্ষের কাছে যান, তাহলে তাদের সমস্যার সমাধান হয় না।
চীন মিয়ানমারের রাখাইনে সহিংসতা বন্ধ এবং বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় বলেও উল্লেখ করেন লি জিমিং।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
মিয়ানমার ও বাংলাদেশ উভয়ই চীনের ভালো বন্ধু উল্লেখ করে জিমিং বলেন, পশ্চিমাদের চাপের পরিবর্তে দুদেশের মধ্যে আরও আলোচনা চায় চীন।
এই কূটনীতিক বলেন, মিয়ানমার বহু বছর ধরে পশ্চিমাদের চাপে ছিলো। তারা এখন আর এসব চাপ নিতে চায় না।

Post a Comment

0 Comments