জুভেন্টাসের জার্সিতে রোনালদোর ‘৫০’



ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০১৮ বিশ্বকাপের পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে পা রাখা তারকাকে ৫০ গোল করতে খেলতে হয়েছে মাত্র ৭০ ম্যাচ।
রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিওরেন্টিনার বিপক্ষে জুভদের ৩-০ গোলের জয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা। চলতি মৌসুমের সিরি আ’তে এই নিয়ে টানা নয় ম্যাচে জালের ঠিকানা খুঁজে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। এবারের লিগে ১৯ ম্যাচে ১৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
এদিন ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে খেলতে নামার আগে তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটির হয়ে রোনালদোর গোল সংখ্যা ছিল ৪৮টি। ম্যাচের ৪০তম ও ৮০তম মিনিটে দুটি সফল স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে মাইলফলক ছোঁয়ার পাশাপাশি দলকে জয়ের কক্ষপথে ফেরান রোনালদো। লিগের আগের ম্যাচে নাপোলির মাঠে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল সিরি আ’র সবশেষ আট মৌসুমে টানা চ্যাম্পিয়ন হওয়া দলটি।
ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচের একদম শেষদিকে নেদারল্যান্ডসের ডিফেন্ডার মাথিস দি লিট গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুভরা। ফলে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সিরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে মাউরিজিও সারির শিষ্যরা। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে লিগের দুই নম্বরে আছে লাৎসিও। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইন্টার মিলান।

Post a Comment

0 Comments