করোনায় দেশে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪



করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৭। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৪ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানিয়েছেন, সারা দেশে প্রায় ১ হাজার ২০০ পরীক্ষার ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ পাওয়া গেছে ৯৪ জনের মধ্যে। সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪২৪ জন। এই ৯৪ জনের মধ্যে পুরুষের সংখ্যা ৬৯ ও নারী ২৫ জন। এদের মধ্যে ১০ বছর বয়সের নিচে রয়েছেন চার জন, ১১-২০ বছর বয়সের মধ্যে ছয় জন, ২১-৩০ বছর বয়সের মধ্যে ১২ জন, ৩১-৪০ বছর বয়সের মধ্যে ২৯ জন, ৪১-৫০ বছর বয়সের মধ্যে ১৬ জন, ৫১-৬০ বছর বয়সের মধ্যে ১৪ জন ও ষাটোর্ধ্ব রয়েছেন ১৩ জন। এলাকা ভিত্তিক হিসাব অনুযায়ী, ৯৪ জনের মধ্যে ৩৭ জনই ঢাকা শহরের, নারায়ণগঞ্জের ১৬ জন এবং বাকিরা দেশের অন্যান্য জেলার। ঢাকা শহরের মধ্যে যাত্রাবাড়ীতে রয়েছেন পাঁচ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ছয় জন। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও একজন নারী। ছয় জনের মধ্যে ৩০-৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন দুই জন, ৫০-৬০ বছর বয়সের মধ্যে দুই জন, ৭০-৮০ বছর বয়সের মধ্যে একজন এবং আরেকজন ৯০ বছর বয়সী। তাদের মধ্যে তিন জন ঢাকা শহরের, দুই জন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালী জেলার।

Post a Comment

0 Comments