ভারতের দিল্লি ও তেলেঙ্গানায় ২ করোনাভাইরাস রোগী শনাক্ত


এই দুই রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে ও তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সোমবার দেশটির সরকার জানিয়েছে।
নতুন করে এই দুই রোগী শনাক্ত হওয়ায় ভারতে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ জনে দাঁড়িয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। 
কয়েক সপ্তাহ আগে কেরালা রাজ্যে দেশটির প্রথম নভেল করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছিল।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে শনাক্ত হওয়া রোগী ইতালি ভ্রমণ করে ফিরেছেন আর তেলেঙ্গানায় শনাক্ত হওয়া জন দুবাই থেকে দেশে এসেছেন।
কয়েক সপ্তাহ আগে কেরালার তিন শিক্ষার্থী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছিল ভারত। সম্প্রতি ওই তিন শিক্ষার্থী রোগমুক্ত হয়েছেন এবং পরীক্ষায় তাদের দেহে ভাইরাসটির উপস্থিতি না পাওয়ার পর হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
চীন থেকে ফেরত আসা ভারতীয়দের কয়েকটি দলকে কোয়ারেন্টিনে রেখেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। তাদের মধ্যে কয়েকজন দুই সপ্তাহ পর্যবেক্ষণে থাকার পর মুক্তি পেয়েছেন।
উপমহাদের দেশগুলোর মধ্যে এখন নভেল করোনাভাইরাসে আক্রান্ত ভারতে পাঁচ জন, পাকিস্তানে চার জন এবং নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তানে একজন করে রয়েছেন। 
অ্যান্টার্কটিকা মহাদেশ ছড়া সবগুলো মহাদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে ও মৃতের সংখ্যা ৩০৪১ জনে দাঁড়িয়েছে।

Post a Comment

0 Comments