ইয়াসির রাব্বির সেঞ্চুরি, ইমরুলের ব্যাটে রান


আগের দিন নাঈম হাসানের স্পিন ঘূর্ণির মাঝে সেঞ্চুরি করে উত্তরাঞ্চলকে বাঁচিয়েছিলেন মুশফিকুর রহিম। এদিন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের তোপ সামলে দারুণ সেঞ্চুরি করে মুশফিকদের জবাব দিয়ে চলেছেন ইয়াসির আলি রাব্বি। রান পেয়েছেন  টেস্ট দলে ফেরার লড়াইয়ে থাকা ইমরুল কায়েসও।
শনিবার কক্সবাজারে বিসিএলের তৃতীয় রাউন্ডে উত্তর-পূর্বের ম্যাচ চলছে সমান তালে। উত্তরের ২৭২ রানের জবাবে ৭ উইকেটে ২৬১ রান তুলে দিন শেষ করেছে পূর্বাঞ্চল। ইয়াসির আলি রাব্বি অপরাজিত আছেন ১৩৪ রান করে, ইমরুল কায়েস করেছেন ৭৬ রান।
মুশফিকদের জবাব দিতে নেমে আগের দিনই ৩ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল পূর্বাঞ্চল। সকালে নেমে তড়িঘড়ি নাইটওয়াচম্যান সাকলাইন সজীবকেও হারায় তারা।
 এরপরই ইমরুলকে নিয়ে পরিস্থিতি সামলান ইয়াসির। দুজনে মিলে বাড়াতে থাকেন রান। জুটি পেরিয়ে যায় শতরান । ১৩৭ রানের জুটির পর ৭৬ করা ইমরুলকে ফেরান সানজামুল। দ্রুতই আউট করেন নাসির হোসেনকেও।
ইয়াসিরের সঙ্গে ৬৬ রানের আরেক জুটির পর ২৬ করা আফিফ হোসেনও সানজামুলের শিকার। শেষ বিকেলে জাকির হাসানকে তুলে নেন সঞ্জিত সাহা। টানা উইকেট পতনের মাঝেও সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন ইয়াসির। তার ব্যাটেই লিডের আশা বাঁচিয়ে রেখেছে পূর্বাঞ্চল। 
সংক্ষিপ্ত স্কোর:
(দ্বিতীয় দিন শেষে)
উত্তরাঞ্চল প্রথম ইনিংস:২৭২
পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ৯৬ ওভারে ২৬১/৭ (পিনাক ৩, আশরাফুল ০, সাকলাইন ৪, ইয়াসির ব্যাটিং ১৩৪*,  ইমরুল ৭৬, নাসির ৩, আফিফ ২৬, জাকির ১, নাঈম ব্যাটিং ৬*; সানজামুল ৫/৯২, সাইফউদ্দিন ০/১৮, সঞ্জিত ২/৭১, নাঈম ০/৮, তানবীর ০/৩১, আরিফুল ০.৩৩)।

Post a Comment

0 Comments