বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ দেখা যাবে ৫০ টাকা টিকেটে


মাঠে বসে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট দেখতে সর্বনিম্ন ৫০ টাকা খরচ হবে ক্রিকেট ভক্তদের।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টিকেটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব দিকের গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
স্বাভাবিকভাবেই গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকেট পাওয়া যাবে ৩০০ টাকায়। ক্লাব হাউজের টিকেট মিলবে ২০০ টাকায়। আর উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ৮০ টাকা।
আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাদা পোশাকের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের মাটিতে দুদলের সবশেষ টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
মিরপুর সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়াম কাউন্টারে আগামীকাল শুক্রবার থেকে পাওয়া যাবে টিকেট। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকেট কেনা যাবে।

Post a Comment

0 Comments